টানা তৃতীয় জয় চট্টগ্রামের

digitalsomoy

মাঝারি স্কোরিংয়ের ম্যাচ দেখল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। গাজী গ্রুপ চট্টগ্রাম দেড়শ পেরিয়ে বেশিদূর যেতে পারেনি। জবাবে ফরচুন বরিশাল থেমে ১০ রান আগে। বরিশালকে গুটিয়ে দিতে ভালো ভূমিকা রেখেছেন তরুণ পেসার শরীফুল। ২৭ রানে তুলে নিয়েছেন ৩ উইকেট। পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। চট্টগ্রাম জয় পেয়েছে ১০ রানের ব্যবধানে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫১ রান তোলে চট্টগ্রাম। দুই ওপেনারের মাঝে লিটন দাস (৩৫) যথারীতি রানে পেয়েছেন। তবে সৌম্য সরকার আউট হয়েছেন ৫ রানে। ওপেনিংয়ের ব্যর্থতা বাকিদের ওপর চেপে বসে। সাদামাটা ব্যাটিংয়ে একসময় মনে হচ্ছিল চট্টগ্রাম দেড়শই করতে পারবে না। শেষে সৈকত আলীর ১১ বলে ১ চার ৩ ছক্কায় ২৭* রানের ক্যামিওতে স্কোর দেড়শ ছাড়ায়।

জবাবে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বরিশাল। অধিনায়ক তামিম ইকবাল আজ ৩২ বলে ৩২ রান করে আউট হয়ে যান। লক্ষ্য ছোট হলেও বরিশালের ব্যাটসম্যানেরা চাপ নিয়ে ফেলেছিলেন। অপর ওপেনার মেহেদী হাসান মিরাজ আউট হন ১৩ রান করে। পরবর্তী ব্যাটসম্যানদের মধ্যে আফিফ হোসেন (২৪) ছাড়া আর কেউ ২০ এর ঘর ছুঁতে পারেননি।