বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সাবেক চেয়ারম্যান এ আর খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আজ বৃহস্পতিবার বিকাল ৩ টায় করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী এক শোক বার্তায় বলেন, এ আর খান বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান থাকাকালে দক্ষতার সাথে কাজ করেছেন। তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অন্যদিকে, এ আর খানের মৃত্যুতে তার জন্মস্থান বরিশালেও নেমে আসে শোকের মাতম। সকল প্রজন্মের মানুষ সোশ্যাল মিডিয়ায় তার আত্মার মাগফেরাত কামনা করে ইতোমধ্যে দোয়া চেয়েছেন।
গ্রামবাংলা পাঠাগারের আজীবন সদস্যও ছিলেন এ আর খান। গ্রামবাংলা পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সদ্য নির্বাচিত প্যানেল চেয়ারম্যান নূর হোসেন মামুন বলেন, আমরা একটি ণক্ষত্র হারালাম, গ্রামবাংলা পাঠাগার হারালো একটি বটবৃক্ষ। এ ক্ষতি অপূরণীয়। গ্রামবাংলা পাঠাগারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি ।
তিনি সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেরে উঠেছিলেন। এরপর বার্ধক্যজনিত জটিলতায় ফের হাসপাতালে ভর্তি হন। তিনি স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন।
এ আর খান ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ছিলেন তিনি। সাবেক এই বিসিএস কর্মকর্তা ঢাকা বিভাগীয় কমিশনারের দায়িত্বও পালন করেন।