বিআইজেএফ নির্বাচন ২০২২-২৪:  নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ

digitalsomoy

আগামী ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।

সভাপতি পদের প্রার্থীরা হলেন, মাসিক টেকওয়ার্ল্ড এর নাজনীন নাহার বেগম, দৈনিক সমকালের মো. জাকির হাসান ও দৈনিক ইত্তেফাকের মোজাহেদুল ইসলাম। সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রার্থীরা হলেন মাসিক কম্পিউটার বিচিত্রার ভূইয়া মোহাম্মদ ইনাম ও বার্তা ২৪ ডটকমের এ কে এম সাব্বির হাসান কবির।

যুগ্ম সাধারণ সম্পাদক পদের জন্য লড়বেন, স্টেটমেন্ট ২৪ ডটকমের রেজাউর রহমান রিজভী, নতুন সময়ের সাজেদুর রহমান, হাসিব ইসতিয়াকুর রহমান। কোষাধ্যক্ষ পদের জন্য লড়বেন সাপ্তাহিক নলেজ টুডে’র খন্দকার হাসান শাহরিয়ার ও বিজটেক২৪ পটকমের সাইফুল ইসলাম।

সাংগঠনিক সম্পাদক পদের জন্য প্রার্থী হলেন ঢাকাপোস্ট এর মো. আরিফুল ইসলাম। প্রকাশনা ও গবেষণা সম্পাদক পদের জন্য লড়বেন ঢাকা মেইল ডটকম এর আসাদুজ্জামান ও দৈনিক কালবেলা’র সোলাইমান হোসেন শাওন। নির্বাহী সদস্য পদের জন্য প্রার্থী হলেন ডিজিবাংলা টেক এর নির্বাহী সম্পাদক এস এম ইমদাদুল হক ও দৈনিক ডিজিটাল সময়ের মো. এনামুল করিম।

২৩ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সফটওয়্যার পার্কের দ্বিতীয় তলার সম্মেলন কক্ষে ভোটগ্রহণ করা হবে। নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর।

এবারের নির্বাচনে প্রাথমিক ভোটার তালিকায় ভোটার রয়েছেন ৫৪ জন, যাদের সরাসরি ভোটে কার্যনির্বাহী কমিটির ৯ জন সদস্য নির্বাচিত হবেন। এ নির্বাচনের মাধ্যমে ২০২২-২৪ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।

নির্বাচন পরিচালনা করবেন বিআজেএফ ২০২২-২৪ মেয়াদের কার্যনির্বাহী কমিটি নির্বাচনের চেয়ারম্যান আব্দুল্লাহ এইচ কাফি। তার সঙ্গে সদস্য হিসেবে রায়েছেন পল্লব মোহাইমেন ও এ আর এম মাহমুদ হোসেন।