মালয়েশিয়ায় শেখ রাসেলের জন্মদিন উদযাপন

digitalsomoy

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উদযাপন করেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৪টায় হাইকমিশনের হলরুমে রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ারের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত।

কাউন্সেলর (রাজনৈতিক) ও দূতালয় প্রধান রুহুল আমিনের সঞ্চালনায় এবং পারসনাল অফিসার মামুন মিয়ার দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত সকলের সামনে মহামান্য রাষ্ট্রপতির বাণী পাঠ করেন কাউন্সেলর (রাজনৈতিক) ফারহানা আহমেদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব (পাসপোর্ট) মিয়া মোহাম্মদ কিয়াম উদ্দিন।    

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত গোলাম সরোয়ার বলেন, আজকে শেখ রাসেল বেঁচে থাকলে হয়তো বা প্রধানমন্ত্রীর যে দেশ গড়ার মিশন সেই মিশনের তিনিও একজন সহযোগী থাকতেন। কিন্তু ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সাথে ঘাতকরা সেই ছোট রাসেলকেও শেষ করে দিয়েছে। আজকের এইদিনে আমরা তার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি।

অনুষ্ঠানে শেখ রাসেলসহ ১৫ আগস্টের সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করা হয় এবং শহীদ শেখ রাসেলের জীবনের ওপর নির্মিত একটি ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশি ও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।