মেটা কমিউনিটি পার্টনারশীপ পোগ্রামে আমন্ত্রিত উই প্রতিষ্ঠাতা নিশা

digitalsomoy

দেশের জন্য বড় একটি সংবাদ৷ নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্টসহ মোট ৬ টি ফেসবুকভিত্তিক কমিউনিটিকে আমন্ত্রণ জানিয়েছেন ফেসবুকের মূল প্রতিষ্ঠান "মেটা"।

সিঙ্গাপুরে আগামী ৪ই নভেম্বর অনুষ্ঠিত হবে "মেটা কমিউনিটি পার্টনারশীপ টিম'স APAC রিজিওনাল পার্টনার ইভেন্ট" টি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উই এর প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশা।

বলা হচ্ছে, ফেসবুক যে কমিউনিটিভিত্তিক লিডারশীপের উপর প্রাধান্য দিচ্ছে তার প্রমাণ এই আমন্ত্রণ। লাল সবুজের বাংলাদেশ থেকে আরও আমন্ত্রণ পেয়েছেন স্কুল অফ ইন্জিনিয়ার্স, ফুডব্যাংক, পেন্সিল ফাউন্ডেশন, ক্যাটস এ্যাওয়ে অন দ্যা মুন সহ মোট ৬ টি কমিউনিটির উদ্যোক্তারা।

নাসিমা আক্তার নিশা তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, "আমাদের এই স্বীকৃতি কাজের জায়গাটাকে দায়িত্ববোধে পৌঁছে দিলো।আমার বিশ্বাস, এই আয়োজনের মাধ্যমেই দেশের নারীদের জন্য মেটা'র নানা সুযোগ তৈরী করে দিতে পারবো।"