পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বরিশাল বিভাগীয় শিক্ষক সম্মেলন

digitalsomoy

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বরিশাল বিভাগীয় শিক্ষক অ্যাম্বাসেডর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বরিশাল বিভাগের প্রায় ২ শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। রবিবার দিনব্যাপী হোটেল কুয়াকাটা ইন’র হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মো.মোয়াজ্জেম হোসেন, আন্তর্জাতিক ই-লার্নিং বিশেষজ্ঞ ড. বদরুল এইচ খান, ৯টি সরকারি বিদ্যালয় স্থাপন প্রকল্প পরিচালক রায়হানা তাসলিম, পলিসি স্পেশালিষ্ট এটুআই মো.আফজাল হোসেন সারোয়ার, সরকারি শহীদ আব্দু রব সেরনিয়াবাত টিচার্স ট্রেনিং কলেজ বরিশাল ও পরিচালক, বরিশাল বিভাগীয় অন-লাইন স্কুল মো.আবদুর রহিম, জেলা শিক্ষা কর্মকর্তা বরিশাল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা পটুয়াখালী মো.মজিবুর রহমান ও জেলা শিক্ষা কর্মকর্তা ভোলা মাদব চন্দ্র দাস উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক মাউশি ও সংযুক্ত কর্মকর্তা এটুআই প্রোগ্রাম আইসিটি ডিভিশন মোহাম্মদ কবির হোসেন।