কিশোরগঞ্জে যুবদলকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে শহরের স্টেশন সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও দলীয় নেতাকর্মীরা জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। সভায় যোগদানের জন্য যুবদল নেতাকর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের দিকে আসার সময় বাঁধা দেয় পুলিশ। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ গুলি ছুড়লে অন্তত ২০ নেতাকর্মী আহত হন।
এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, সোমবার দুপুরে বিএনপির নেতা-কর্মীরা রাস্তা আটকে মিছিল করছিল। এ সময় তাদের রাস্তা ছাড়তে বলায় মিছিল থেকে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে তিনিসহ পুলিশের ১০ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে