বিআইজেএফ ইফতার মাহফিলে অংশীজনদের মিলনমেলা

digitalsomoy

দেশের প্রযুক্তি খাতের অংশীজনদের মিলনমেলা বসেছিলো শনিবার সন্ধ্যায় গুলশানের আয়লান্তো বাফেটে। প্রযুক্তি খাতের গণমাধ্যম কর্মীদের জাতীয় সংগঠন বিআইজেএফ এর আয়োজনে উল্লেখযোগ্য সংখ্যক সদস্য ছাড়াও শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতা, পাবিলক রিলেশন প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শুভানুধ্যায়ীদের সতস্ফূর্ত উপস্থিতিতে বিকেল থেকেই শুরু হয় জম্পেস আড্ডা।

আড্ডার শুরুতেই প্রযুক্তি ও মানবিক সম্পর্ক এবং বর্তমান প্রজন্মের জানার পরিধি নিয়ে আলোচনা করেন এশিয়ান-ওশেনিয়ান অঞ্চলের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি সংগঠন এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনের (অ্যাসোসিও) আজীবন চেয়ারম্যান আব্দুল্লাহ এইচ কাফি। একে এক আড্ডায় যোগ দেন বেসিসের পরিচালক হাবিবুল্লাহ নিয়ামুল করিম, মুশফিকুর রহমান, বিএফডিএ সভাপতি ডা. তানজিবা রহমান,  আমরাই ডিজিটাল বাংলাদেশের আহবায়ক লিয়াকত হোসাইন, জয় কম্পিউটার্সের সিইও জসিম উদ্দিন জয়, ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অ্যধাপক কাজী হাসান রবিন প্রমুখ।

সন্ধ্যার আগেই প্রযুক্তি নেতাদের মিলনমেলায় পরিণত হয় বিআইজেএফ ইফতার মাহফিল। একে একে শরিক হন ই-ক্যাব সভাপতি শমী কায়সার, সহ-সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন, বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ, সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন প্রমুখ।

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ডেলের কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু এবং বাংলাদেশ উইমেন এন্ড টেকনোলজির পরিচালক কানিজ ফাতেমা।

ইফতারের পাশাপাশি খোশগল্পে মেতে ওঠেন গণমাধ্যমকর্মী আর এই খাতের ব্যবসায়ী নেতারা। সদস্যদের সঙ্গে ঈদের আগাম শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পিকনিকে অংশ নিয়ে যেসকল বাচ্চারা উপহার মিস করেছিলেন অনুষ্ঠানে তাদের অভিভাবকদের হাতে সেই উপহারও হস্তান্তর করা হয়। হস্তান্তর করা হয় পৃষ্ঠপোষকদের সম্মাননা স্বারক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিআইজেএফ সভাপতি নাজনীন নাহার ও সাধারণ সম্পাদক সাব্বিন হাসান। শুভেচ্ছা জ্ঞাপন করেন সহ সভাপতি ভূঁইয়া ইনাম লেলিন। আপ্যায়নের দায়িত্ব পালন করেন যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম শান্ত, প্রকাশনা ও গবেষণা সম্পাদক আসাদুজ্জামান লিমন এবং নির্বাহী সদস্য এনামুল করিম ও ইমদাদুল হক।