বাংলাদেশ থেকে শ্রমিক নিতে ৩ বছরের জন্য এফডব্লিউসিএমএস রিনিউ

digitalsomoy

১৪টি সোর্স কান্ট্রিসহ বাংলাদেশ থেকে শ্রমিক নিতে মালয়েশিয়ার বিতর্কিত ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস) এর মাদার কোম্পানি বেস্টিনেট সিন্দিরিয়ান বারহাদ-এর সাথে ৩ বছরের জন্য সিস্টেম রিনিউ করেছে মালয়েশিয়া সরকার। যদিও, কোম্পানির সাথে চুক্তির শর্তাবলীর কিছু অংশ অস্পষ্ট রয়ে গেছে তবে, বছরের পর বছর ধরে শ্রমিক নিয়োগে এই প্ল্যাটফর্মেই কাজ করেছে বলে জানা গেছে।

দেশটির স্থানীয় নিউজ পোর্টাল মালয়েশিয়াকিনি তাদের দেশের ইন্ডাস্ট্রি সূত্রে জানিয়েছে যে, এবার এই প্ল্যাটফর্মের প্রসেসগুলোর উপর বড়ো আকারে নিয়ন্ত্রণ করবে দেশটির সরকার। আর এ নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, আগে বেস্টিনেট সিন্দিরিয়ান বারহাদ ওয়ার্কার প্রতি যে, ৮০ রিঙ্গিত থেকে ১০০ রিঙ্গিত পর্যন্ত নিয়েছে সেটির পরিমাণ কমানো। জনপ্রিয় এ পোর্টালটি একটি সরকারি সূত্রে আরো বলেছে, মন্ত্রীসভায় স্বরাষ্ট্রমন্ত্রী একটি কাগজ উপস্থাপন করলে পর্যালোচনা শেষে ২৯মে ফরেন ওয়ার্কার ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস) আবারও ব্যবহার করার জন্য সম্মত হয়েছে।

দেশটির ইন্ডাস্ট্রি সূত্রের বরাতে এ পোর্টাল এবং বেবাস নিউজ সহ আরো কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, রিনিউতে বিদেশি শ্রমিকদের পরিচালনার জন্য এফডব্লিউসিএমএস এর প্ল্যাটফর্মটি দেশটির দুটি মন্ত্রণালয় ম্যানেজ করবে বলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এই প্ল্যাটফর্মটির মালিক হবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এই সর্বশেষ ব্যবহারকারী হবে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়।

তবে মালেশিয়াকিনি স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইলের সঙ্গে যোগাযোগ করলে তিনি কোনো প্রশ্নের উত্তর দেননি। তবে, মালয়েশিয়াকিনি বেস্টিনেটের সভাপতি আমিনুল ইসলাম আবদুল নূরের সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে। এদিকে দেশটির জনপ্রিয় এ পোর্টালটি গত বছর প্রকাশিত ২০২২ সালের জেনারেল অডিটরের রিপোর্ট পর্যালোচনা শেষে জানতে পেরেছে যে, মন্ত্রীপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী বিতর্কিত এ ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস) এর অনেক দুর্বলতা ছিল, যা ম্যানুপুলেট করার সামর্থ্য রাখে, যা দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সরকারের কন্ট্রোলের বাহিরে যেতে পারে।

এছাড়া দেশটির জেনারেল অডিটরও উক্ত প্ল্যাটফর্মের টুলটি কীভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে তা স্পষ্টত খুঁজে পাননি বলে জানিয়েছে এ নিউজ পোর্টালটি। এ সত্ত্বেও প্ল্যাটফর্মটির গত সাত বছরের অপারেশনে সরকার এবং বেস্টিনেটের মধ্যে এমন কোনো চুক্তি হয়নি, যা দেশটির সরকারের অধিকারগুলোর অস্পষ্টকর থাকলে সেখান থেকে বাদ দিবে। দেশটির সরকারি নিরীক্ষকরা কোম্পানির বাধ্যবাধকতা এবং বেস্টিনেটের দ্বারা মানবসম্পদ মন্ত্রণালয়ের সুপার অ্যাডমিন অ্যাকাউন্টগুলির অননুমোদিত ব্যবহার সম্পর্কের বিশদ বিবরণে স্বাক্ষরিত কোনও চুক্তি খুঁজে পাননি।

এর মধ্যে আরেকটি উদ্বেগের কারণ হচ্ছে, বেস্টিনেট এবং সরকারের মধ্যেকার ১ এপ্রিল, ২০১৮ থেকে চলতি বছরের ৩১ মে পর্যন্ত মোট ছয় বছরের জন্য ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস) এর বিকাশ, সরবরাহ, এবং রক্ষণাবেক্ষণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গ্রহণযোগ্যতা পত্র জারি করা এবং দেশটির অডিটর-জেনারেলের রিপোর্টে বলা হয়েছে যে, এই চুক্তিতে মোট ১৪টি মডিউলের মূল্য ধরা হয়েছে ১.০৪৯ বিলিয়ন রিঙ্গিত।