বাংলাদেশ-ভারত সীমান্তে গুলি চালাতে পারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এজন্য বাংলাদেশিদের সতর্ক থাকতে সীমান্ত এলাকায় মাইকিং করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১২ জুন) বিকেল থেকে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে বেনাপোল এলাকায় মাইকিং করে সীমান্তে যেতে নিষেধ করা হয়।
এদিকে রাতে বেনাপোল সীমান্ত এলাকায় গেলে সাধারণ মানুষরা জানান, বিজিবি মাইকিং করেছে। তারা বাড়ি বাড়ি গিয়ে সীমান্তবর্তী জমিতে কৃষি কাজ করা ও গবাদিপশু চরাতে নিষেধ করেছে।
বেনাপোল আইসিপি ক্যাম্পের কামান্ডার মিজানুর রহমান রাতে মোবাইল ফোনে জানান, বিএসএফ অভিযোগ করেছে, গত সোমবার (১০ জুন) রাতে মহেশপুর সীমান্তের বিপরীতে এক বিএসএফ সদস্যকে কুপিয়ে জখম করেছেন বাংলাদেশি কিছু লোক। বিএসএফের এমন অভিযোগের কারণে সীমান্ত এলাকার সুরক্ষায় মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। এছাড়া সীমান্তে গোয়েন্দা নজরদারির পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।