মালয়েশিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্লাটিনাম রজতজয়ন্তী উপলক্ষ্যে আলোচনা সভা এবং সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় বুকিত বিনতাং পিঠাঘরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন সরদার। প্রধান অতিথি ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক জসীমউদ্দিন চৌধুরী।
প্রধানবক্তা ছিলেন সিনিয়র সহ সভাপতি দাতু সেরী কামরুজ্জামান কামাল। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা হাজী মতিউর রহমানসহ সভাপতি রাশেদ বাদল, কাইয়ুম সরকার ও দাতু আক্তার হেসেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন, এ কামাল হোসেন চৌধুরী, মো. হুমায়ুন কবির, মনিরুজ্জামান মনির, মামুনুর রশীদ, সাখাওয়াত হক জোসেফ, এ আর মামুন, আ. রউফ লিটন, সাইফুল ইসলাম সিরাজ, বিএম বাবুল, সাঈদ সরকার, সাখাওয়াত হোসেন, প্রদীপ কুমার বিশ্বাস, এ আর আনোয়ারসহ আরও অনেকে।