থানা হাজতে আসামির আত্মহত্যা

digitalsomoy

নগরের চান্দগাঁও থানার হাজতখানায় মো. জুয়েল (২৬) নামের এক আসামি আত্মহত্যা করেছে।  

বুধবার (৩ জুলাই) ভোর ৬টা ২৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।মো. জুয়েল চান্দগাঁও খেজুরতলা এলাকার মৃত আব্দুল মালেক প্রকাশ আব্দুল মাবুদের ছেলে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বাংলানিউজকে বলেন, পরোয়ানামূলে আসামি মো. জুয়েলকে গ্রেপ্তার করে থানার হাজতখানায় রাখা হয়।

সেখানে ভোর ৬টা ২৫ মিনিটে জুয়েল নিজের পরনের শার্ট খুলে হাজতের ভিতরের দেয়ালের উপরের ভেন্টিলেটরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করে, যা সিসিটিভি ফুটেজে দেখা যায়। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে মোট ৭টি মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।