সফটওয়্যারের মান যাচাইয়ের কাজ করবে বেসিস

digitalsomoy

সফটওয়্যারের মান যাচাইয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সঙ্গে কাজ করতে যাচ্ছে দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

রবিবার (২ মে) বাংলাদেশ আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাব কর্তৃক আয়োজিত ‘করোনাকালীন সংকটে সফটওয়্যার শিল্পের ভূমিকা’ শীর্ষক অনলাইন অনুষ্ঠানে এ তথ্য জানান বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির।

সালেহ মোবিনের উপস্থাপনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে বেসিস সভাপতি জানান, আগামীতে সফটওয়্যার বিষয়ক সদস্য প্রতিষ্ঠানগুলোর রেটিং সিস্টেম চালুর বিষয়ে চিন্তাভাবনা করছে বেসিস। একই সঙ্গে বিসিসির সঙ্গে সফটওয়্যার টেস্টিং ল্যাব নিয়েও কাজ করতে যাচ্ছে তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ বাণিজ্যিক সংগঠনটি।

ডিভাইন আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল আহমেদ ফখরুল হাসান বলেন, দেশের আইসিটি ইন্ডাস্ট্রি এগিয়ে গেছে। দেশে নিজেদের সক্ষমতা থাকলেও আমাদের বাইরের সফটওয়্যার থেকে নজর সরিয়ে দেশীয় সফটওয়্যারের দিকে তাকাতে হবে।  দেশীয় সফটওয়্যারের দিকে নজর দিলে দেশের উদ্যোক্তারা এগিয়ে যাবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রাইডসিস আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মির মনোয়ারুল ইকবাল।