ইন্টারনেট সেবার উপরে কর কমানোর দাবি

digitalsomoy

ইন্টারনেটের উপর কর আরোপ না করলে ইন্টারনেটনির্ভর সেবা থেকে সরকার আরো বেশি রাজস্ব আয় করতে পারবে বলে মনে করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

শনিবার (১২ জুন) সেন্টার ফর পলিসি ডায়লগের আয়োজনে বাজেট সংলাপে এসব কথা বলেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর। 

সংগঠনটির সভাপতি বলেন,  ডিজিটাল বৈষম্য কমিয়ে আনতে ইন্টারনেট সেবাদাতাদের আইটিএএস সেবার অন্তর্ভুক্তি অথবা এ ধরনের প্রতিষ্ঠানের করপোরেট কর ন্যূনতম অংকে নামিয়ে আনতে সরকারকে অনুরোধ করছি। 

দেশীয় সফটওয়্যার প্রতিষ্ঠানগুলো যেনো বিদেশেও সেবা দিতে পারে সে জন্য জিটুজি চুক্তির ওপর গুরুত্বারোপ করে সৈয়দ আলমাস কবির বলেন, মুঠোফোনে লেনদেনের ওপর কর বাড়ানোটা ডিজিটাল প্রবৃদ্ধির সঙ্গে সাংঘর্ষিক।
 
সিপিডির ফেলো অধ্যাপক ড.মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী মোহাম্মাদ আব্দুল মান্নান।

অংশীজনদের অংশগ্রহণে অনুষ্ঠিত বাজেট বিশ্লেষণ ডায়ালগে সাবের হোসেন চৌধুরী,আমীর খসরু মাহমুদ চৌধুরী,এফবিসিসিআই প্রেসিডেন্ট জসিম উদ্দিন, সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, এমসিসিআই প্রেসিডেন্ট ব্যারিস্টার নিহাদ কবির প্রমুখ সংযুক্ত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই সিপিডি’র বাজেট পর্যালোচনা উপস্থাপন করেন সিপিডি’র নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।