বলিউডের কঠিন যাত্রা তাকে হতাশায় নিমজ্জিত করেছে: ফাখরি

digitalsomoy

রকস্টার’, ‘মাদ্রাজ ক্যাফে’, ‘ম্যায় তেরা হিরো’, ‘হাউসফুল’-এর মতো ছবিতে অভিনয় করেছেন নার্গিস ফাখরি। এরপর হঠাৎ করেই বলিউড থেকে হারিয়ে গেছেন অভিনেত্রী। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বলিউডের কঠিন যাত্রা তাকে হতাশায় নিমজ্জিত করেছে। বলিউডের মানুষদের সঙ্গে তালমিলিয়ে চলতে ব্যর্থ হয়েছিলেন। নার্গিস জানান, ‘বলিউড ইন্ড্রাস্ট্রির মানুষের তিনরকম চেহারা। কখনো তারা ব্যবসায়ী, কখনো শিল্পী আবার কখনো ঘরোয়া মানুষ’।

নার্গিস জানান, ‘আমি জানতামই না, কীভাবে নতুন পরিস্থিতির মোকাবিলা করতে হয়।  কূটচাল বুঝতাম না। কিন্তু মুখ লুকিয়ে থাকলেও যে চলে না! বহু মানুষের সঙ্গে মিশতে হবে। নিজের খোলস থেকে বেরিয়ে সব রকম পরিবেশে কথা বলতে হবে। যার জন্য প্রয়োজন ছিল লোকদেখানো সৌজন্যবোধ, সেই কাজটা আমি তেমনভাবে পারিনি। আমাকে সবাই বেমানান হিসাবেই চিনেছিল। রোজ পালিয়ে যেতেও ইচ্ছে হতো’।’

নার্গিসের কথায়, “নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দিয়েছিল। হয়তো অবসাদও এসেছে। নিজেকে প্রশ্ন করেছি বহু বার, এখনও কেন পড়ে আছি? দু’বছরের বিরতি নিয়েছিলাম, নিজেকে সুস্থ করতে। আমেরিকায় গিয়ে যোগাভ্যাস করতাম। ধ্যান করতাম। তারপর আবার ফিরে আসি।”