অভিষেকেই চ্যাম্পিয়ন হতে চান যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত

digitalsomoy

বাংলাদেশের বক্সিংয়ের সাথে জিনাত ফেরদৌসের নাম যুক্ত হয়েছিল ২০২৩ সালে চীনের হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে। যুক্তরাষ্ট্র প্রবাসী ৩১ বছর বয়সী এই নারী বক্সার এশিয়ান গেমসে লাল-সবুজের প্রতিনিধিত্ব করে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন। তিনি হেরেছিলেন মঙ্গোলিয়ান বক্সার ইয়ুসগেনের কাছে ৫-০ পয়েন্টে। এই প্রথম তিনি অংশ নিচ্ছেন বাংলাদেশের ঘরোয়া বক্সিংয়ে। রোববার শুরু হওয়া জাতীয় চ্যাম্পিয়নশিপে নরসিংদীর গুডওয়েল বক্সিং ক্লাবের হয়ে খেলছেন জিনাত।

জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে প্রথম আসরেই প্রত্যাশিতভাবেই জিনাত উঠেছেন ফাইনাল। মঙ্গলবার মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে অনুষ্ঠিত মেয়েদের বিভাগে ৫২ কেজির সেমিফাইনালে তিনি হারিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর আসিয়া খাতুনকে। বুধবার ফাইনালে তিনি মুখোমুখি হবেন বাংলাদেশ আনসারের আফরা খন্দকারকে।

ফাইনালে ওঠার পর জিনাত ফেরদৌস বলেন, ‘ভালো লাগছে দেশের প্রতিযোগিতায় খেলছি। প্রতিপক্ষের ফাইট একটু ভিন্ন ছিল। তিনি বারবার ডিফেন্স করছিলেন। তিনি যদি আরেকটু কৌশলী থাকতেন, তাহলে অন্যরকম ফাইট হতো। তবে এটা কোনো ব্যাপার না, ফাইট ইজ ফাইট।’

২৭ বছরে বক্সিং শুরু করেন জিনাত। এই বয়সে অনেকে খেলাই ছেড়ে দেন। বক্সিংয়ে কেন এসেছেন সেই গল্পও সংক্ষেপে বললেন জিনাত, ‘আমার স্বামী ফাইটার ছিলেন। তার কাছ থেকে একটু শিখেছি, দেখেছি। এক সময় খেলাটি ভালো লেগে যায়। একদিন তিনি আমাকে জিমে নিয়ে যান। একটি ফাইট দেখে আমি মুগ্ধ হয়ে যাই। স্বামীর অনুপ্রেরণাতেই আমি বক্সিংয়ে আসি।’

এ পর্যন্ত আপনি কতটি পদক জিতেছেন। জিনাত বলেন, ‘এখন পর্যন্ত সাতটি আন্তর্জাতিক মিটে খেলে পাঁচটি পদক জিতেছি। তিনটি সোনা। দক্ষিণ আফ্রিকার ম্যান্ডেলা কাপে, পর্তুগালে, পোল্যান্ডে পদক জিতেছি।’