হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলে সভাপতি পদে অংশগ্রহণের জন্য যুগ্ম আহ্বায়কের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন জি কে গউছ। মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়।
এর আগে গত ২৪ আগস্ট দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবরে আবেদন করে স্বেচ্ছায় জেলা বিএনপির পদ থেকে অব্যাহতি চান গউছ।
এছাড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের পদ থেকে স্বেচ্ছায় পদ ছাড়লেন মিজানুর রহমান চৌধুরী, হাজী এনামুল হক, হাজী নুরুল ইসলাম ও এনামুল হক সেলিম।
জি কে গউছ বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী জেলা বিএনপির পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধেয় তারেক রহমান আমার আবেদন গ্রহণ করেছেন। আগামী ৬ সেপ্টেম্বর জেলা বিএনপির কাউন্সিলে সভাপতি পদে প্রতিদ্বন্বিতা করছি।
উল্লেখ্য, ১৬ বছর পর আগামী ৬ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা বিএনপির সম্মলেন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে।