দুবাইতে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৫০) নামে চট্টগ্রামের মিরসরাইয়ের এক প্রবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর ২ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল মিরসরাই সদর ইউনিয়নের পূর্ব কিছমত জাফরাবাদ এলাকার মনু দর্জি বাড়ির মৃত বজলের রহমানের ছেলে।
সাইফুলের বন্ধু মো. মোরশেদ বলেন, ‘প্রায় ৩০ বছর আগে দুবাই গেছে সে। সৌদি আরব এবং দুবাইয়ের বর্ডার এলাকায় থাকে। বৃহস্পতিবার দুপুরে গাড়ি চালিয়ে আবুধাবি লেউয়া এলাকায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে মারা যায়। বর্তমান তার মরদেহ দুবাইয়ের একটি হাসপাতালে রয়েছে।’
তিনি আরও বলেন, ‘মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে এবং তার একটা কন্যা সন্তান রয়েছে।’