মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ-এর নিহত ও আহত শিক্ষার্থীদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে ‘সিন্ধুসারস’ আবৃত্তি সংগঠন আয়োজন করে ‘আহত হৃদয়ের কাব্য’ শিরোনামে এক ব্যতিক্রমধর্মী অনলাইন আবৃত্তি প্রযোজনা।
গত বৃহস্পতিবার (৩১ জুলাই), রাত ৯টায় ‘সিন্ধুসারস’-এর ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচারিত হয় এ আয়োজন। গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী জনাব আল আমিন। তাঁর সুচিন্তিত পরিকল্পনায় একঝাঁক আবৃত্তিশিল্পী ও কণ্ঠশিল্পী কবিতা ও গানের মাধ্যমে নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণ করেন, এবং সমাজের বিভিন্ন অসংগতি, বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে তুলে ধরেন হৃদয়স্পর্শী বক্তব্য।
এই ব্যতিক্রমধর্মী আবৃত্তি প্রযোজনায় যেসব কবির কবিতা স্থান পেয়েছে, তাঁরা হলেন: সুকান্ত ভট্টাচার্য, শক্তি চট্টোপাধ্যায়, যতীন্দ্রমোহন বাগচী, হেলাল হাফিজ, তারিক সুজাত, কালের লিখন, ননী গোপাল সরকার, উম্মে হাবীবা সূচনা, আল-আমিন, সোহানুর রহমান সোহান, সোহেল রানা, জুলফিকার শাহাদাৎ, এ.এইচ.এন. আরাফাত এবং মাহবুব শাহজালাল। এছাড়াও যে সব গীতিকারের গান এই প্রযোজনায় ব্যবহৃত হয়েছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: কাজী নজরুল ইসলাম, ভূপেন হাজারিকা, উকিল মুন্সি ও শহীদ মাহমুদ জঙ্গী।
অনুষ্ঠানে পারফর্মার হিসেবে অংশগ্রহণ করেন সিন্ধুসারসের প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী মোঃ আল-আমিন, সিন্ধুসারস-এর সভাপতি জনাব মাসুদ মানিরুল, উপদেষ্টা জনাব সারওয়ার হোসেন উল্কা, অনলাইন পরিচালক ও প্রশিক্ষক জনাব শরীফ শুভ্র এবং ‘সিন্ধুসারস’ ‘রাইজিং টোন’-এর পরিচালক অনামিকা হক। পাশাপাশি সংগঠনের অন্যান্য সদস্য ও অতিথিদের মধ্যে উম্মে হাবীবা সূচনা, মর্তুজা আল-মাহমুদ, কাকলি কেয়া, লিজা ক্যামেলিয়া ও সেলিম আহমেদ অংশ নেন আবেগঘন পরিবেশনায়।
এই আয়োজনের মধ্য দিয়ে আহ্বান জানানো হয় শিশুদের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তোলার, তাদের সকল অধিকার নিশ্চিত করার এবং যেকোনো ধরনের অন্যায়, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। ইউনিসেফসহ শিশুদের নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থাকেও জানানো হয় আন্তরিক অভিনন্দন ও সহমর্মিতা।
‘আহত হৃদয়ের কাব্য’ কেবল একটি আবৃত্তি প্রযোজনা নয় — এটি ছিল এক মানবিক প্রতিবাদ, এক প্রতিশ্রুতি এবং আগামী দিনের শিশুদের জন্য একটি অধিকতর নিরাপদ, ন্যায্য ও সুন্দর পৃথিবী গড়ে তোলার শপথ।