এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে নোয়াখালী শহর শাখা ইসলামী ছাত্রশিবির।মঙ্গলবার (১৯ আগস্ট) শহরের একটি গেস্ট হাউজে আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির নোয়াখালী শহর শাখার সভাপতি হাবিবুর রহমান আরমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মো. মুতাসিম বিল্লাহ শাহেদী।
বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর শাখার অফিস সম্পাদক তানবীর সিয়াম।
প্রধান অতিথির বক্তব্যে মুতাসিম বিল্লাহ বলেন, "ছাত্রশিবির সবসময় দেশের মেধাবীদের পাশে থাকতে চায়। মেধাবীদের সঙ্গে শিবিরের ভালোবাসা ও দায়িত্ববোধ রয়েছে। আমরা মনে করি, সবাই আমাদের সঙ্গে কাজ করবে না, তবে দেশের কল্যাণে কাজ করতে হলে মেধাবীদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি।”
বিশেষ অতিথি ইসহাক খন্দকার বলেন, "বাংলাদেশে মেধার অভাব নেই, কিন্তু মেধাবী মানুষ তৈরির অভাব রয়েছে। ছাত্রশিবির সেই দায়িত্ব পালন করছে। মেধাবীদের উৎসাহ দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার মতো একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে সংগঠনটি।”
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, দায়িত্ববোধ ও নৈতিকতা তৈরি করতেই এ ধরনের সংবর্ধনার আয়োজন করা হয়।