বগুড়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

digitalsomoy

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কে  যাত্রীবাহী বাস এবং থ্রি-হুইলার  সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন আর আহত হয়েছেন আরো তিনজন। নিহত এবং আহতরা থ্রি-হুইলারের যাত্রী ছিলেন।

 

গত শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার  সাজাপুর মঞ্জুর ফিলিং স্টেশন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

 

নিহতরা হলেন, আকাশ (২৫) ও আরিফ হোসেন (২১)। তারা শাজাহানপুরের বাসিন্দা।

 

পুলিশ জানায়, ঢাকা মেট্রো-ব-১৩-২৫৮৯ নম্বরের যাত্রীবাহী বাসের সঙ্গে থ্রি-হুইলার সিএনজির সংঘর্ষ হয়।ঘটনা স্থলেই থ্রি-হুইলারের থাকা যাত্রী  আকাশ (২৫) নিহত হন।

 

গুরুতর আহত চারজনকে স্থানীয়রা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সেখানে আরিফ হোসেন (২১) নামে আরও একজনকে মৃত ঘোষণা করেন।

 

আহতরা হলেন—হায়দার আলী (৫০),  আব্দুল আজিজ (৩৮) এবং পলাশ (৩৫)। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

 

দুর্ঘটনার পর বাসের চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। দুর্ঘটনায় কবলিত সিএনজিটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।