কুষ্টিয়া প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া জেলা শাখার ষান্মাসিক সেট আপ ঘোষণা করা হয়েছে। নতুন কমিটি সভাপতি মনোনীত হয়েছে সভাপতি জাহাঙ্গীর আলম ও সেক্রেটারি ইমরান বিশ্বাস।
সোমবার (২১শে জুলাই) বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ব্যবসায়ী শিক্ষা সম্পাদক গোলাম জাকারিয়া, কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মুহাম্মদ ফকরুল ইসলাম ও কেন্দ্রীয় কার্যকারী পরিষদের সদস্য ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সভাপতি মাহামুদুল হাসান, কুষ্টিয়া শহর সভাপতি হাফেজ ইউসুফ প্রমূখ।
জেলা শিবিরের পক্ষ থেকে জানানো হয়, ২০২৫ সাংগঠনিক সেশনের বাকি সময়ের জন্য ছাত্রশিবির কুষ্টিয়া জেলা শাখার সেটাপ সম্পন্ন।
নতুন কমিটিতে কুষ্টিয়া জেলা সভাপতি জাহাঙ্গীর আলম ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী । তিনি ইতোপূর্বে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করবেন ইমরান বিশ্বাস। তিনি পূর্বে কুষ্টিয়া জেলা শিবিরের অফিস সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। ইমরান বিশ্বাস কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ সেশনের রাষ্ট্র বিঞ্জান বিভাগে অধ্যায়ন আছেন।
সেক্রেটারি ইমরান বিশ্বাস বলেন, “কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারির দায়িত্ব পাওয়াটা যেমন গর্বের, তেমনি বড় দায়িত্বও। আমি আল্লাহর ওপর ভরসা করে এবং সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতা নিয়ে এই দায়িত্ব পালন করবো। আমাদের কমিটি কুষ্টিয়া জেলার প্রতিটি ইউনিটকে সুসংগঠিত করে ছাত্রসমাজের মাঝে ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করবে।”
সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, “কুষ্টিয়া জেলা শাখার সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ দায়িত্ব আমার কাছে একটি আমানত। ইনশাআল্লাহ, আমরা সংগঠনের আদর্শকে ধারণ করে নীতি, আদর্শ ও সুশৃঙ্খল নেতৃত্বের মাধ্যমে কুষ্টিয়া জেলা শাখাকে আরও শক্তিশালী ও কার্যকর রূপে গড়ে তুলতে কাজ করে যাবো। ইসলামী ছাত্রশিবিরের মূল লক্ষ্য—আল্লাহভীতিসম্পন্ন, আদর্শ নাগরিক ও দেশপ্রেমিক নেতৃত্ব তৈরি—এ লক্ষ্য অর্জনে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।”