ঢাবিহ হলগুলোয় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা এখনও সক্রিয়: রাকিব

digitalsomoy

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোয় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা এখনও সক্রিয় রয়েছেন বলে দাবি করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেছেন, ‘আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে, প্রতি হলে ১০ থেকে ১৫ জন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী রয়েছে। তারা যেকোনো সময়, যেকোনো ধরনের অপরাধ করতে পারে।’

সোমবার দুপুরে সিলেট এমসি কলেজ ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

গত এক বছর ছাত্রদল কোনো ধরনের গোপন তৎপরতা ও অপরাধে জড়ায়নি মন্তব্য করে রাকিবুল ইসলাম বলেন, ‘ছাত্রলীগের টেন্ডারবাজি, হলের সিট বাণিজ্য আর সন্ত্রাসের রাজনীতির দিন শেষ হয়ে গেছে। কিন্তু সাধারণ ছাত্রদের মধ্যে এখনও তাদের নির্যাতনের ট্রমা কাটেনি। সাধারণ শিক্ষার্থীদের আবেগকে সম্মান জানিয়ে ছাত্রদল নতুন সময়ের রাজনীতি শুরু করেছে।’

ছাত্রদল সভাপতি বলেন, ‘ছাত্রদল চিহ্নিত রাজাকারদের বিরোধীতা করবে। একাত্তরের মানবতাবিরোধী রাজনীতিতে বিশ্বাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্র সমাজের নৈতিক দায়িত্ব।’

গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে তিনি বলেন, ‘ছাত্রদল প্রকাশ্যে ছাত্ররাজনীতি করে। তাই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করি। শিক্ষার্থীরা এখনো গেস্টরুম-গণরুমের ট্রমা কাটাতে পারেনি। তবে ছাত্রদল সেই রাজনীতি থেকে পরিবর্তন এনে শিক্ষার্থীবান্ধব রাজনীতিতে এগিয়ে যাবে।’

দুই যুগ পর এমসি কলেজে ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। দুপুরে অনুষ্ঠান উদ্বোধনের পর কলেজের কেন্দ্রিয় মিলনায়তনে শুরু হয় সম্মেলন। এমসি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সেলিম আহমদ সাগরের সভাপতিত্বে এতে ছত্রেদলের কেন্দ্রিয় ও সিলেটের নেতারা উপস্থিত ছিলেন।