নতুন গান নিয়ে আসছেন পিয়া বৈশ্য

digitalsomoy

ক্লোজআপ ওয়ান তারকা পিয়া বৈশ্য বিরতির পর নতুন গানে ফিরছেন। ‘আমারে কান্দাইয়া তুমি’ শিরোনামের এই আধুনিক ফোক গানটি লিখেছেন সাংবাদিক, ছড়াকার ও গীতিকার সঞ্জয় সরকার। সুর করেছেন জনপ্রিয় সুরকার হাবিব মোস্তফা এবং সংগীতায়োজন করেছেন খ্যাতিমান সংগীত পরিচালক অণু মোস্তাফিজ। সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ড সম্পন্ন হয়েছে। ভিডিওতে গানটির সঙ্গে ঠোঁট মিলিয়েছেন শিল্পী নিজেই।

পিয়া বৈশ্য বলেন, ‘সঞ্জয় সরকারের কথায় এবং হাবিব মোস্তফার সুরে এই প্রথম গান করলাম। কথা, সুর এবং অণু মোস্তাফিজের সংগীতায়োজন-সব মিলিয়ে গানটি বিশেষ হয়ে উঠেছে। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে।’

সুরকার হাবিব মোস্তফা বলেন, ‘সঞ্জয় সরকারকে অনেকে সাংবাদিক বা ছড়াকার হিসেবে চেনেন, কিন্তু তিনি একজন অসাধারণ গীতিকারও-এ গানেই তা বোঝা যাবে। প্রতিটি শব্দই আবেগমাখা, তাই সেভাবেই সুর করেছি।’

গীতিকার সঞ্জয় সরকার জানান, ‘শিল্পী, সুরকার ও সংগীতায়োজকের সম্মিলিত চেষ্টায় গানটি আমার কল্পনার চেয়েও সুন্দর হয়েছে। এখন শ্রোতারা ভালোবাসলেই প্রচেষ্টা সার্থক হবে।’

২০০৫ সালে এনটিভির ক্লোজআপ ওয়ান–এর প্রথম আসরে সেরা ১০–এ জায়গা পান পিয়া বৈশ্য। প্রতিযোগিতায় বিচারক আহমেদ ইমতিয়াজ বুলবুল তাঁকে উপাধি দিয়েছিলেন ‘লালন কন্যা’। সাধারণত লালন সাঁইজি ও জালাল উদ্দীন খাঁর গান পরিবেশন করলেও প্রতিযোগিতায় আধুনিক ধাঁচের গান গেয়েও প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। বর্তমানে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী পিয়া বৈশ্য মঞ্চ ও ইউটিউবে নিয়মিত গান করেন এবং পাশাপাশি একটি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। জানালেন, এবার থেকে আবারও নিয়মিত গানে ফিরবেন তিনি।