চলতি আগস্ট মাসের প্রথম ১২ দিনে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ১০৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ৮ কোটি ৭৮ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ৮৫৮ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
বুধবার (১৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগস্টের প্রথম ১২ দিনে রেমিট্যান্সপ্রবাহ গত বছরের তুলনায় ৪৬ দশমিক ২০ শতাংশ বেড়েছে। গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৭২ কোটি ১০ লাখ ডলার।
আরও জানানো হয়, শুধু ১২ আগস্ট একদিনেই দেশে এসেছে ১০ কোটি ডলার রেমিট্যান্স। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দেড় মাসে (জুলাই থেকে ১২ আগস্ট) মোট রেমিট্যান্স এসেছে ৩৫৩ কোটি ২০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ৩৪ শতাংশ বেশি।
এর আগে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। এর মধ্যে: রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৪ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২২ কোটি ৯২ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৬৮ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১ কোটি ১৩ লাখ ডলার।
উল্লেখযোগ্যভাবে, ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার, যা বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের রেকর্ড।