থিয়েটার প্রাঙ্গণের নেতৃত্বে ওরাকা ও হুজ্জাত

digitalsomoy

থিয়েটার প্রাঙ্গণের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ওরাকা বিন বাশার ও হুজ্জাতুল ইসলাম সাধারণ সম্পাদক। সোমবার (১২ই আগষ্ট)  থিয়েটার প্রাঙ্গণের অফিসে দলের নাট্যকর্মীদের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠিত হয়। থিয়েটার প্রাঙ্গণ প্রতিষ্ঠালগ্ন সময় (২০১৪)থেকে  পথনাটক,মঞ্চ নাটক,নাটক প্রশিক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করে আসছে।

বিশিষ্ট নাট্যকার সেলিম আল দীনের জনপ্রিয় নাটক সংবাদ কার্টূন ও মনোজ মিত্রের মহাবিদ্যা নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন।সম্প্রতি নাট্যকার তারেক তাশহাদের রচনা ও নির্দেশনায় লাল জুলাই নাটক নিয়ে কাজ করছেন থিয়েটার প্রাঙ্গণ।

সাধারণ সম্পাদক হুজ্জাতুল ইসলাম বলেন, নাটক সমাজের আয়না হিসেবে কাজ করে।থিয়েটার প্রাঙ্গণ সেই ধারায় কাজ করে যাবে।

নবনির্বাচিত সভাপতি ওরাকা বিন বাশার বলেন, নাটক হলো সমাজ পরিবর্তনের হাতিয়ার। সামাজিক, রাজনৈতিক ক্ষেত্রে নাটকের প্রভাব অপরিসীম। সমাজের যে কোন অসঙ্গতির বিরুদ্ধে থিয়েটার প্রাঙ্গণ নাটকের মাধ্যমে  কাজ করতে বদ্ধপরিকর।