পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিকে দেশের জন্য অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এদেশের মানুষ এ পদ্ধতির সঙ্গে পরিচিত নয়, তাই বিএনপি কোনোভাবেই এটি মেনে নেবে না।
চিকিৎসা শেষে দেশে ফেরার পর মঙ্গলবার (২০ আগস্ট) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এর আগে ১৩ আগস্ট চোখের অপারেশনের ফলোআপের জন্য স্ত্রীকে নিয়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যান মির্জা ফখরুল। ওইদিন থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তারা।
ফখরুল বলেন, “আমরা বারবার বলেছি, পিআর পদ্ধতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ মানুষ এই পদ্ধতিতে অভ্যস্ত নয়, তারা বোঝেও না, জানেও না। কতদিন চেষ্টা করে ইভিএম বাদ দেওয়া হয়েছে, এখন আবার পিআর চাপিয়ে দেওয়া ঠিক হবে না। জনগণ সরাসরি যেভাবে ভোটের অধিকার প্রয়োগ করে, সেটা এই পদ্ধতিতে সম্ভব হবে না।”
তিনি আরও বলেন, “সংস্কার তাদের ব্যাপার। কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট চলছে, সেখান থেকে বের হওয়ার একমাত্র উপায় হলো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “সুষ্ঠু ছাত্র সংসদ নির্বাচন সবাই চায়। তবে এটা মূলত ছাত্রদের ব্যাপার, তারাই ঠিক করবে।”