ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে তিনটি বামপন্থী ছাত্রসংগঠন—বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল—একত্র হয়ে একটি যৌথ প্যানেল ঘোষণা করেছে। এই প্যানেলটির নাম রাখা হয়েছে ‘অপরাজেয় ৭১–অদম্য ২৪’, যা মুক্তিযুদ্ধের চেতনা ও নতুন প্রজন্মের দৃঢ় প্রত্যয়ের সম্মিলিত প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।
বুধবার, ২০ আগস্ট দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করা হয়। প্যানেলে ভিপি পদে মনোনয়ন পেয়েছেন যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী মো. নাইম হাসান হৃদয়, সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে মনোনীত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এনামুল হাসান অনয়, এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনয়ন পেয়েছেন দর্শন বিভাগের শিক্ষার্থী অদিতি ইসলাম।
এই প্যানেল ঘোষণার আগে একই দিন দুপুর ১২টায় অপরাজেয় বাংলার পাদদেশে জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকেও তাদের নির্বাচনী প্যানেল ঘোষণা করা হয়। ছাত্রদলের ঘোষিত প্যানেলে ভিপি পদে মনোনয়ন পান সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫–১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান। সাধারণ সম্পাদক (জিএস) পদে রাখা হয় উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮–১৯ সেশনের শিক্ষার্থী ও কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর বারী হামিমকে। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনয়ন পান বিজয় একাত্তর হলের আহ্বায়ক ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তানভীর আল হাদী মায়েদ।
ডাকসু নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনৈতিক তৎপরতা দিন দিন বাড়ছে। একের পর এক সংগঠন তাদের প্যানেল ঘোষণা করছে এবং নিজেদের অবস্থান তুলে ধরছে নানা বক্তব্য ও প্রচারণার মধ্য দিয়ে। ২০২৫ সালের এই নির্বাচন নতুন নেতৃত্ব গড়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হয়ে উঠছে, যেখানে আদর্শ, সাহস, এবং নতুন প্রজন্মের চিন্তাধারা মুখোমুখি হচ্ছে একটি গণতান্ত্রিক প্রতিযোগিতার মাধ্যমে।