শোকজ নোটিশের জবাব দেবেন বিএনপি নেতা ফজলুর রহমান

digitalsomoy

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান জানিয়েছেন, তিনি দলের পাঠানো শোকজ নোটিশের জবাব দেবেন। সোমবার (২৫ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে মোবাইল ফোনে তিনি এই তথ্য জানান।

ফজলুর রহমান বলেন, “আমি নোটিশটি রোববার রাত ৯টার দিকে পেয়েছি। একজন বার্তাবাহক বাসায় পৌঁছে দিয়ে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, নোটিশের জবাব দেবো।” তবে ঠিক কবে জবাব দেবেন, তা নির্দিষ্ট করে জানাননি।

তিনি বলেন, “নোটিশের জবাব দেওয়ার আগে এ বিষয়ে আমি আর কিছু বলতে চাই না। এখনও হাতে সময় আছে, দেখি কী করি।”

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে দলীয় অবস্থানের বাইরে গিয়ে ধারাবাহিক বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে ফজলুর রহমানকে শোকজ করে বিএনপি। রোববার রাতে পাঠানো নোটিশে তাকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “মেহমান যারা এসেছেন, তাদের সঙ্গে আমার নোটিশ পাওয়ার যোগসূত্র আছে কি না, তা দেখার অনুরোধ করি।”

এছাড়া অভিযোগ করেন, “আমার বাসার নিচে সাত-আটজন ছেলে-মেয়ে সকাল থেকে জটলা করছে, মব সৃষ্টি করছে।”

বিএনপির একটি সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে বা সন্তোষজনক ব্যাখ্যা না এলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।