অবিরাম স্বপ্নে গড়া মেহেদীর ভবিষ্যৎ হঠাৎই থেমে গেল এক কঠিন বাস্তবতায়। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৭ম ব্যাচের (বিশ্ববিদ্যালয় - ১০ম ব্যাচ) শিক্ষার্থী মেহেদী হাসান আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। প্রতিনিয়ত যিনি লড়ছিলেন জ্ঞানার্জনের যুদ্ধে, এখন তিনি লড়ছেন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রামে। প্রতিপক্ষ এক ভয়ংকর রোগ, ক্যান্সার।
পাকস্থলীর ক্যান্সারে জীবন-মরণ সংগ্রামে থাকা মেহেদীকে বাঁচাতে নিয়মিত কেমোথেরাপি, নানান মেডিকেল টেস্ট ও ব্যয়বহুল ওষুধের ব্যবস্থা করতে হচ্ছে। তার সুচিকিৎসার জন্য ১২-১৫ লাখ টাকার প্রয়োজন। কিন্তু তাৎক্ষণিক এই বিপুল অঙ্কের টাকা যোগাড় করতে তার পরিবার আর্থিক সংকটের মুখোমুখি। তাই নিজের জীবন বাঁচানোর জন্য সমাজের সকলের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন তিনি।
মেহেদী হাসানের বাড়ি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায়। তিনি বাবা-মায়ের একমাত্র পুত্র সন্তান। নিজের অসুস্থতা নিয়ে তিনি বলেন, আমার পরিস্থিতি বর্তমানে অনেক জটিল, সময়মতো চিকিৎসা না নিলে হয়তো আমার ক্যান্সার লিভার, ফুসফুস ও অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়বে, তাহলে আর কেমোথেরাপি বা অপারেশন করেও আমাকে হয়তো বাঁচানো যাবে না।
তিনি আরও বলেন, চিকিৎসকরা জানিয়েছেন, আমাকে প্রাথমিক অবস্থায় ৪ টার মতো কেমোথেরাপি দিতে হবে। এরপর ক্যান্সারটি ছোট হয়ে আসলে অপারেশন করে তারপর আরো ৩-৪ টা কেমোথেরাপি দিয়ে ক্যান্সার নি:শেষ করা হবে। এর মাধ্যমে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাবো। এদিকে, আমার এই চিকিৎসার জন্য ভারতের হায়াদ্রাবাদের চিকিৎসকের সাথে কথা বলেছি, ওনারা জানান ওখানে কেমোথেরাপি, সার্জারি ও অন্যান্য টেস্টের জন্য ১৫ লক্ষ টাকা খরচ হবে। এছাড়া যাতায়াত, থাকা-খাওয়া এর জন্য আলাদা অর্থ গুনতে হবে, যা নিয়ে মূলত ২০ লক্ষ টাকার মতো প্রয়োজন। তবে বাংলাদেশে এ চিকিৎসা করালে ১২-১৫ লক্ষ টাকার মধ্যেই হবে। কিন্তু আমার বাবা না থাকায় ও পরিবারে আমিই একমাত্র কর্মক্ষম ব্যাক্তি হওয়ায় আমার পরিবারের পক্ষে এতোগুলা টাকা সংগ্রহ করা প্রায় অসম্ভব। তাই আমাকে বাঁচানোর জন্য সকলের কাছে আর্থিক সহযোগিতা কামনা করছি।
এদিকে মেহেদীর সহপাঠী ও বন্ধুবান্ধবরা ইতোমধ্যেই চিকিৎসা ব্যয় মেটাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তারা কয়েকটি মোবাইল ব্যাংকিং ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সহায়তা পাঠানোর ব্যবস্থা করেছেন। নিচে দেওয়া নম্বর ও তথ্য ব্যবহার করে যে কেউ চাইলে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন।
সহায়তা পাঠানোর মাধ্যম সমূহ:
বিকাশ: ০১৭২২২৮৮২৮৯
নগদ: ০১৭২২২৮৮২৮৯
রকেট: ০১৭২২২৮৮২৮৯
ব্যাংক ডিটেইলস:
Bank details:
Bank: Marcantile Bank PLC
A/C NO: 1121009933176
A/C Name: Md.Mehedi Hasan
Branch: Mohakhali
Swift: MBLBBDDH