বুধবার (২৭ আগস্ট) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থী প্রতিনিধি জুবায়ের আহমেদ আন্দোলনকারীদের অবস্থান তুলে ধরেন। তিনি এ সময় পাঁচ দফা দাবি উপস্থাপন করেন।
জুবায়ের আহমেদ বলেন, প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে সরাসরি আন্দোলনকারীদের সামনে এসে দুঃখ প্রকাশ ও জবাবদিহি করতে হবে।
তিনি আরও জানান, সরকার যে কমিটি গঠন করেছে, তাতে শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি রাখা হয়নি। এই প্রতিনিধিত্বহীন কমিটিকে আমরা সাফভাবে প্রত্যাখ্যান করছি।