প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। স্কট এডওয়ার্ডসের নেতৃত্বাধীন দলটি বুধবার সকালে ঢাকায় পৌঁছায়। সেদিনই তাদের সিলেটে রওনা হওয়ার কথা, কারণ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
আসন্ন এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে এই বিশেষ সিরিজের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদিও এটি নেদারল্যান্ডসের তৃতীয় বাংলাদেশ সফর, তবে এবারই প্রথম তারা টাইগারদের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এসেছে। এর আগে ২০১১ সালের বিশ্বকাপে তারা বাংলাদেশ দলের বিপক্ষে মুখোমুখি হয়েছিল। এছাড়া, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাচরা বাংলাদেশে সাতটি ম্যাচ খেললেও, সেগুলোর কোনোটি বাংলাদেশের বিপক্ষে ছিল না।
সিরিজকে সামনে রেখে নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড তাদের স্কোয়াডে তিনটি পরিবর্তন এনেছে। ইনজুরির কারণে বাদ পড়েছেন পেসার রায়ান ক্লেইন ও ফ্রেড ক্লাসেন। এছাড়া ব্যক্তিগত কারণে দলে থাকতে পারছেন না সাকিব জুলফিকার। তাদের পরিবর্তে স্কোয়াডে জায়গা পেয়েছেন ১৭ বছর বয়সী ব্যাটার সেড্রিক ডি ল্যাং, পেসার সেবাস্টিয়ান ব্রাট এবং অলরাউন্ডার সিকান্দার জুলফিকার।
তিন ম্যাচের সিরিজটি শুরু হবে ৩০ আগস্ট। পরবর্তী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১ ও ৩ সেপ্টেম্বর, সবগুলো ম্যাচই হবে সিলেটে।
নেদারল্যান্ডস দলের স্কোয়াডে রয়েছেন ম্যাক্স ও'ডোদ, বিক্রমজিত সিং, অনিল নিদামানুরু, অধিনায়ক স্কট এডওয়ার্ডস, নোয়াহ ক্রস, সিকান্দার জুলফিকার, সেড্রিক ডি ল্যাং, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভন মিকেরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গেল এবং সেবাস্টিয়ান ব্রাট।